ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কারে আয়ারল্যান্ডে ৫০ হাজার আবেদন

| আপডেট :  ২২ মে ২০২১, ১০:০৪  | প্রকাশিত :  ২২ মে ২০২১, ১০:০৪

ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কারে আয়ারল্যান্ডে ৫০ হাজার আবেদন ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আয়ারল্যান্ডে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য ৫০ হাজার নাগরিক সরকারের কাছে আবেদন জানিয়েছে। জানা গেছে, আইরিশ রাজনৈতিক দল শিন ফেইনের যুব শাখা ওরগা শিন ফেইন অনলাইনে এসব মানুষের স্বাক্ষর ও আবেদন সংগ্রহ করে তা সরকারের কাছে জমা দিয়েছে।
ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কারের এই অনলাইন আবেদন সম্পর্কে ওরগা শিন ফেইনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিয়ারান ও. মিচেয়ার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের সেনারা ফিলিস্তিনের ওপর যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে জনরোষের শক্ত বহিঃপ্রকাশ হচ্ছে ৫০ হাজার মানুষের এই স্বাক্ষর। তিনি আরো বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইল প্রায় শাস্তির ঝুঁকি ছাড়া আগ্রাসন চালিয়েছে।
এ অবস্থায় আইরিশ সরকার যদি ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে তাহলে সেটি হবে আন্তর্জাতিকভাবে ঐতিহাসিক মুহূর্ত এবং এর মাধ্যমে ইসরাইলের কাছে এই বার্তা পৌঁছে যাবে যে, সারা বিশ্বে ইসরাইলের এই আগ্রাসন বিরক্তি সৃষ্টি করেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত