যুদ্ধ বিরতির পরেও কষ্ট কমছে না জয়ার

| আপডেট :  ২২ মে ২০২১, ১০:৫০  | প্রকাশিত :  ২২ মে ২০২১, ১০:৫০

টানা এক সপ্তাহের বেশি আক্রমণ পাল্টা আক্রমণের পর শুক্রবার (২১ মে) ঘোষণা দেয়া হয় ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের যুদ্ধবিরতির। এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতির পরেও কষ্ট কমছে না দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ অভিনেত্রী জয়া আহসানের।

একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘যুদ্ধ থেমেছে, ঠিক আছে। কিন্তু যারা মারা গেল, সেই মৃত্যুর কোনো সান্ত্বনা নেই।’ এর আগে গেল বুধবার (১৯ মে) ইসরায়েলের বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন জয়া।

এদিকে যুদ্ধবিরতির পর জয়া বলেন, ‘একটা সরকারের সঙ্গে আরেকটা সরকারের সংঘাত থাকতে পারে। একটা কাঠামোর সঙ্গে আরেকটা কাঠামোর বিবাদ থাকতে পারে। প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠানের মতবিরোধ হতে পারে। কিন্তু একটা দেশের সাধারণ মানুষ সব সময়ই নিরপরাধ। তারা কেন হতাহতের শিকার হবে? বাস্তুহারা হবে? মারা যাবে? সব সময়ই যুদ্ধের চেয়ে একটা ভালো কার্যকর বিকল্প উপায় থাকে। আমি সর্বাবস্থায় যুদ্ধবিরোধী। কোনো অবস্থায় আমি যুদ্ধ চাই না।’

এর আগে নিজের পোস্টে যুদ্ধবিরতি প্রার্থনা করে জয়া লিখেন, ‘এই যুদ্ধ থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুরগাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের একচিলতে ঘরে ফিরুক। একজীবনে কি এটা খুব বড় প্রত্যাশা?’ জয়ার সেই প্রত্যাশা আজ পূরণ হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় সময় শুক্রবার রাত দুইটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে ১১ দিনের সহিংসতার অবসান ঘটল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত