বাগেরহাটে বিরল প্রজাতির ৫৫ টি কচ্ছপসহ যুবক আটক
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোংলায় বিরল প্রজাতির ৫৫ টি কচ্ছপসহ মোঃ তৌহিদ সরদার (৩০) নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ সংরক্ষণে থাকা ৫৫ টি মিঠাপানির সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫টি বিরল প্রজাতির কচ্ছপসহ মোঃ তৌহিদ সরদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মোঃ তৌহিদ সরদারকে মোংলা থানায় এবং কচ্ছপগুলোকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত