বাগেরহাটে বাঘের চামড়া পাচারের সময় আটক ৩

| আপডেট :  ১২ ডিসেম্বর ২০২১, ০৯:১০  | প্রকাশিত :  ১২ ডিসেম্বর ২০২১, ০৯:১০

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাঘের চামড়াসহ আজিজুর রহমান (৪৫) এবং মোঃ সাইদ খান(৩৫) নামের দুই পাচারকারীকে আটক করেছে রপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৬ ) এর সদস্যরা। শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের ।

আটককৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমমুদের ছেলে মোঃ আজিজুর রহমান ও সোনাডাঙ্গা থানার গ্রামিন আবাসিক এলাকার মোঃ জামাল খানের ছেলে মোঃ সাইদ খান।

রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-৬ খুলনার অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ জানতে পারে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় সুন্দরবনের একটি বাঘের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা করে উদ্ধারকৃত চামড়াসহ ফরিকহাট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত