মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন বিএনপির আলাল: কাদের
মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন বিএনপির আলাল। তার অশ্রাব্য বক্তব্যকে মির্জা ফখরুল কীভাবে সমর্থন করেন? এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এ প্রশ্ন তোলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে শাস্তি দেয়া তো দূরের কথা, বিএনপি আলালকে নৈতিক সমর্থন দিয়েছে।
র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ও আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে কাদের বলেন, বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের বক্তব্য এ দেশে জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের উৎসাহিত করেছে। এছাড়া শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনার সকল মানুষকে ১৬ ডিসেম্বরের শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত