বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক: যেসব বিষয় নিয়ে পর্যালোচনা হলো
চলমান পরিস্থিতির আলোকে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের জন্য বৃহত্তর জোট গঠনের অগ্রগতি পর্যালোচনা করছে। বিএনপি নেতারা শনিবার (২২ মে) বিকেলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ পর্যালোচনা করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার, গণমাধ্যমের ওপর সরকারের নির্যাতন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘দুর্নীতি’, চীন ও রাশিয়া থেকে করোনা টিকা পেতে দেরি, বাংলাদেশকে টিকা দিতে যুক্তরাষ্ট্রকে ‘সুপারিশ’র জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ-এ সব বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেন। পাশাপাশি বিএনপির স্থায়ী মিডিয়া সেল গঠন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে উপ-নির্বাচনে করণীয় নিয়ে তারা আলোচনা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত