স্কুলড্রেস পরে মেয়ের আ’ত্ম’হ’ত্যা, পাশের রুমে মা ফোনে কথা বলছে
টাঙ্গাইলের ঘাটাইলে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই কিশোরী ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার ঝড়কা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেরিন সুলতানা (১৪) উপজেলার ধলাই গ্রামের সৌদি আরব প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা এবং পুলিশ জানায়, সকালে স্কুলড্রেস পরে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল জেরিন। এ সময় পাশের কক্ষে জেরিনের মা মোবাইলে তার প্রবাসী স্বামীর সাথে কথা বলছিলেন। এর মধ্যে জেরিন তার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মোবাইলে কথা শেষ করে মা ওই কক্ষে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্বজনদের জানায়, মোবাইল কিনে দেওয়া ও না দেওয়া নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান চলছিল। সে কারণে জেরিন আত্মহত্যা করে থাকতে পারে।
ঘাটাইল থানার এসআই পলাশ মাহমুদ বলেন, ‘এটি একটি আত্মহত্যা। মেয়েটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত