পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
পাকিস্তানে বন্দরনগরী করাচিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। শনিবার দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।
খবরে বলা হয়, পাকিস্তানের বন্দরনগরী করাচিতে শনিবার বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হন।
শহরের একটি বাণিজ্যিক জেলায় বিস্ফোরণের ঘটনায় ছাদ ও দেয়াল ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
করাচির একটি হাসপাতালের কর্মকর্তা সাবির মেমন বলেন, ৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের এ কর্মকর্তা আরও বলেন, আহত ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে পুলিশ জানায়, গ্যাস পাইপলাইনে ছিদ্র থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য আরও তদন্ত করে দেখা হচ্ছে।
জিও টিভিতে সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে মরদেহ ও আহতদের বের করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধ্বংসাবশেষের নিচে আরও মরদেহ ও আহত ব্যক্তি থাকতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত