মালদ্বীপের কারাগারে বন্দি বাংলাদেশি জন্য সুখবর

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৯  | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৯

মালদ্বীপের কারাগারে ৪৩ জন বাংলাদেশি বন্দিদের জন্য সুখবর আসছে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময়ের একটি চুক্তি হচ্ছে। ফলে তাদের দেশে ফেরানোর পথ খুলছে। মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রবিাবর (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ চুক্তির মাধ্যমে বন্দিদের দেশের কারাগারে স্থানান্তর করা যাবে। একইভাবে বাংলাদেশের কারাগারে দেশটির কেউ বন্দি থাকলে সে দেশের কারাগারে স্থানান্তর করা যাবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত