দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬০ জনে। এ সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছে ২৬৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। রবিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, বিশ্বজুড়ে করোনায় একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যস কমেছে। নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৩ হাজারেরও বেশি, সেই সঙ্গে এ রোগে মৃত্যু প্রায় ২ হাজার। বিশ্বজুড়ে মহামারি শুরুর পর থেকে এ রোগে প্রতিদিন আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য। রোববার (২৬ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটার্সের হিসেব অনুযায়ী, শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন। আগের দিন শুক্রবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ লাখ ১৫ হাজার ৫৬৪ জন এবং এই রোগে মারা গিয়েছিলেন ৫ হাজার ৮৬০ জন।
এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৮৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৯৮১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৪৬ জন। ইতালিতে আক্রান্ত ৫৪ হাজার ৭৬২ জন এবং মৃত্যু ১৪৪ জন। যুক্তরাষ্ট্র আক্রান্ত ৪০ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু ১০৮ জন। তুরস্কে আক্রান্ত ২০ হাজার ৪৭০ জন এবং মৃত্যু ১৪৫ জন। জার্মানিতে আক্রান্ত ১৭ হাজার ২৪৮ জন এবং মৃত্যু ১১৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত