প্রথম ২ রাউন্ড শেষে দল পেলেন যারা

| আপডেট :  ২৭ ডিসেম্বর ২০২১, ০১:০৫  | প্রকাশিত :  ২৭ ডিসেম্বর ২০২১, ০১:০৫

ড্রাফটের প্রথম দুই রাউন্ড শেষে দল পেয়েছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার। ক্যাটাগরি ‘এ’ থেকে তামিম ইকবালকে দলে নিয়েছে ঢাকা। একইসাথে দলভুক্ত করেছে রুবেল হোসেনকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স লিটন দাস ও শহিদুল ইসলামকে দলে নিয়েছে। সিলেট সানরাইজার্স দলভুক্ত করেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুনকে।

এছাড়া খুলনা টাইগার্স শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব এবং ফরচুন বরিশাল নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক প্রথম দুই রাউন্ড শেষে কে কোন দলে

কুমিল্লা – লিটন দাস (ক্যাট বি), শহিদুল (ক্যাট সি)

ঢাকা – তামিম ইকবাল (ক্যাট এ), রুবেল হোসেন (ক্যাট বি),

সিলেট – মোসাদ্দেক হোসেন (ক্যাট বি), মোহাম্মদ মিঠুন (ক্যাট বি),

খুলনা – শেখ মেহেদী (ক্যাট বি), সৌম্য সরকার (ক্যাট বি),

চট্টগ্রাম – শরিফুল ইসলাম (ক্যাট বি), আফিফ হোসেন (ক্যাট বি),

বরিশাল – নুরুল হাসান (ক্যাট বি), নাজমুল শান্ত (ক্যাট বি)

একনজরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আদ্যোপান্ত

স্থান : রেডিসন ব্লু

মোট দেশি খেলোয়াড় : ২০৩ জন

মোট বিদেশি খেলোয়াড় : ৪৩৫ জন

অংশগ্রহণকারী দল : ৬টি

ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (দেশি) : ১ জন

ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (বিদেশি) : ৩ জন

স্কোয়াডে সর্বনিম্ন দেশি খেলোয়াড় : ১০ জন

স্কোয়াডে সর্বোচ্চ দেশি খেলোয়াড় : ১৪ জন

স্কোয়াডে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন

স্কোয়াডে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় : ৮ জন

একাদশে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন

বিপিএল শুরু : ২১ জানুয়ারি

বিপিএল ফাইনাল : ১৮ ফেব্রুয়ারি

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত