ঢাকা ও বরিশালে দলে আছেন যারা
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারী মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। এর আগে অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২টায়।
এখনো চলছে প্লেয়ার্স ড্রাফট। সর্বশেষ তথ্যে জানা গেছে, বিসিবির অধীনে থাকা ঢাকা দলে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা।
খুলনায় খেলবেন মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।
বরিশালে খেলবেন সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, ক্রিস গেইল, নুরুল হোসেন সোহান, নামজুল হোসেন শান্ত।
চট্টগ্রামে খেলবেন নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব। কুমিল্লায় খেলবেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস ও তানভির ইসলাম।
সিলেটের হয়ে খেলবেন তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও আল-আমিন হোসেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত