পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে দলে বিদেশি ক্রিকেটার যারা
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দলই তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে।
আফগানিস্তানের বিশ্বকাপ দলে চমক শাহজাদ
প্রথম চার রাউন্ডে দেশি ক্রিকেটারদের বেছে নেওয়ার পর পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে দলগুলো পছন্দের বিদেশিদের দলভুক্ত করেছে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন এই তালিকায়।
একনজরে দেখে নেওয়া যাক পঞ্চম ও ষষ্ঠ রাউন্ড শেষে কে কোন দলে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – কুশল মেন্ডিস (ক্যাটাগরি ‘বি’), ওশানে থমাস (ক্যাটাগরি ‘বি’)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – চ্যাডউইক ওয়ালটন (ক্যাটাগরি ‘সি’), রায়াড এমরিট (ক্যাটাগরি ‘সি’)
সিলেট সানরাইজার্স – রবি বোপারা (ক্যাটাগরি ‘এ’), অ্যাঞ্জেলো পেরেরা (ক্যাটাগরি ‘ডি’)
খুলনা টাইগার্স – সেক্কুগে প্রসন্ন (ক্যাটাগরি ‘সি’), সিকান্দার রাজা (ক্যাটাগরি ‘ই’)
ফরচুন বরিশাল – ওবেদ ম্যাকয় (ক্যাটাগরি ‘এ’), আলজারি জোসেফ (ক্যাটাগরি ‘সি’)
ঢাকা – মোহাম্মদ শাহজাদ (ক্যাটাগরি ‘বি’), ফজল হক ফারুকি (
একনজরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আদ্যোপান্ত
স্থান : রেডিসন ব্লু
মোট দেশি খেলোয়াড় : ২০৩ জন
মোট বিদেশি খেলোয়াড় : ৪৩৫ জন
অংশগ্রহণকারী দল : ৬টি
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (দেশি) : ১ জন
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (বিদেশি) : ৩ জন
স্কোয়াডে সর্বনিম্ন দেশি খেলোয়াড় : ১০ জন
স্কোয়াডে সর্বোচ্চ দেশি খেলোয়াড় : ১৪ জন
স্কোয়াডে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন
স্কোয়াডে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় : ৮ জন
একাদশে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন
বিপিএল শুরু : ২১ জানুয়ারি
বিপিএল ফাইনাল : ১৮ ফেব্রুয়ারি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত