যে দলে স্থান পেলেন সাব্বির, নাঈম, বিজয়, জিয়াউর
চতুর্থ রাউন্ডের দুই সেটে দল পেয়েছেন ১২ জন স্থানীয় ক্রিকেটার। এই তালিকায় আছেন সাব্বির রহমান, নাঈম শেখ, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, জিয়াউর রহমানের মত ক্রিকেটাররা।
একনজরে দেখে নেওয়া যাক চতুর্থ রাউন্ডে (সপ্তম ও ষষ্ঠ সেট) কে কোন দলে
খুলনা টাইগার্স : ফরহাদ রেজা (ক্যাটাগরি ‘সি’), রনি তালুকদার (ক্যাটাগরি ‘সি’)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : রেজাউর রহমান রাজা (ক্যাটাগরি ‘ডি’), সাব্বির রহমান (ক্যাটাগরি ‘ডি’)
ঢাকা : নাঈম শেখ (ক্যাটাগরি ‘বি’), আরাফাত সানি (ক্যাটাগরি ‘সি’)
ফরচুন বরিশাল : তৌহিদ হৃদয় (ক্যাটাগরি ‘সি’), জিয়াউর রহমান (ক্যাটাগরি ‘সি’)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : আরিফুল হক (ক্যাটাগরি ‘সি’), নাহিদুল ইসলাম (ক্যাটাগরি ‘সি’)
সিলেট সানরাইজার্স : এনামুল হক বিজয় (ক্যাটাগরি ‘সি’), সোহাগ গাজী (ক্যাটাগরি ‘ডি’)
একনজরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আদ্যোপান্ত
স্থান : রেডিসন ব্লু
মোট দেশি খেলোয়াড় : ২০৩ জন
মোট বিদেশি খেলোয়াড় : ৪৩৫ জন
অংশগ্রহণকারী দল : ৬টি
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (দেশি) : ১ জন
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (বিদেশি) : ৩ জন
স্কোয়াডে সর্বনিম্ন দেশি খেলোয়াড় : ১০ জন
স্কোয়াডে সর্বোচ্চ দেশি খেলোয়াড় : ১৪ জন
স্কোয়াডে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন
স্কোয়াডে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় : ৮ জন
একাদশে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন
বিপিএল শুরু : ২১ জানুয়ারি
বিপিএল ফাইনাল : ১৮ ফেব্রুয়ারি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত