জয়নাল হাজারী আর নেই

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৪:১৫  | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৪:০৪

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

হাজারী সম্পাদিত ‘হাজারিকা প্রতিদিন’ পত্রিকার বার্তা সম্পাদক জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নাল হাজারী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৪-২০০৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছরের বেশি সময় তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন হাজারী। তবে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৬ আগস্ট রাতে তার বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এরপর তিনি আত্মগোপনে চলে যান। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিনি ভারত থেকে দেশে ফেরেন এবং চলমান মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। তবে তার আত্মগোপনে থাকা অবস্থায় ২০০৪ সালের এপ্রিলে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০১৯ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পদ পান জয়নাল হাজারী।

১৯৯৬–২০০১ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ফেনীতে জয়নাল হাজারীর কর্মকাণ্ড সারাদেশে সমালোচনার ঝড় তোলে। সে সময় ফেনীতে তার নেতৃত্বে ‘স্টিয়ারিং কমিটি’, ‘ক্লাস কমিটি’ গঠনসহ নানা ঘটনা আলোচনায় আসে। এসব বাহিনীর নির্যাতনের খবর গণমাধ্যমে প্রায়ই প্রকাশ পায়। রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পাশাপাশি নিজ দলের বিরোধীদের ওপরও নির্যাতন চালানো অভিযোগ তার বিরুদ্ধে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত