‘যেই দেশ গণতন্ত্রের কথা বলে, তারা কিভাবে খুনিদের আশ্রয় দেয়’

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:২১  | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেই দেশ গণতন্ত্রের কথা বলে, তারা কিভাবে খুনিদের আশ্রয় দেয়। বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ ও ‘Bangabandhu and the judiciary’ শীর্ষক মুজিব স্মারকগ্রন্থ এবং ‘ন্যায় কন্ঠ’ শীর্ষক মুজিববর্ষ স্মরণিকা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে ন্যায়বিচার পাওয়ার কথা বলা আছে। আমরা যে ন্যায়বিচার পাইনি, খুনিদের আশ্রয় দিয়ে বসে আছি। ১৫ আগস্ট আমার সেজ ফুপির বাসায় আক্রমণ করা হয়। সেই খুনি এখনো আমেরিকায়। যেই দেশ গণতন্ত্রের কথা বলে, তারা কিভাবে খুনিদের আশ্রয় দেয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় ন্যায়ের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। আমি যদি বেঁচে না থাকতাম তাহলে কোনোদিন খুনিদের বিচার হতো না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত