সৌরভের অবস্থা স্থিতিশীল, খোঁজ নিলেন মোদি-মমতা-অমিতাভ

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭  | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭

করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় এখন উডল্যান্ড হাসপাতালে নিভৃতবাসে আছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সৌরভের অবস্থা স্থিতিশীল। গলায় সামান্য ব্যাথা আছে। হাসপাতালে শানীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টেলিফোন করেন সৌরভকে। কোনও প্রয়োজন হলে তাকে জানাতে বলেন। কিন্তু, যে ফোনটি সৌরভকে সব থেকে অভিভূত করেছে সেটি করেছিলেন অমিতাভ বচ্চন। সৌরভের স্বাস্থ্যের খোঁজ নেন বিগ বি। তাঁকে নিয়মবিধি পালনের পরামর্শ দেন।

সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় জানান, সৌরভ সোমবার সকাল থেকেই গলা ব্যথার কথা বলছিলেন, সঙ্গে ছিল হালকা জ্বর। হোম আইসোলেশনে চলে যান তিনি। যেহেতু তার হৃদযন্ত্রে স্টেন্ট বসানো আছে তাই আর কোনও ঝুঁকি না নিয়ে সোমবার রাতে সৌরভকে উডল্যান্ডস-এ ভর্তি করা হয়। তার আগে তার আর টি পি সি আর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল। সৌরভ করোনার অ্যান্টিবডি ককটেল পেয়েছেন। এখন ভালো আছেন বলে চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বোর্ড সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তাঁর। জ্বর বা শ্বাসকষ্ট নেই। গন্ধ এবং স্বাদ পাচ্ছেন স্বাভাবিকভাবেই। সিটি ভ্যালু কম থাকায় তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তাতে বোঝা যাবে, সৌরভের শরীরে ওমিক্রন বাসা বেঁধেছে কি না। খবর পেয়েই সৌরভকে ফোন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে তিনি গঙ্গাসাগরে রয়েছেন। তাই সশরীরে হাসপাতালে দেখতে যেতে পারেননি সৌরভকে। তবে ফোনে মহারাজের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন মমতা। সৌরভ দ্রুত করোনাজয়ী হয়ে উঠুন, এই বার্তাও পাঠান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত