ইসি গঠনে সংলাপে অংশ নেবে বিএনপি: আশাবাদ কাদেরের

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৮  | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৮

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এই আশা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একটি গ্রহণযোগ্য, স্বাধীন ও কার্যকর ইসি গঠনে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি। আমরা একে সাধুবাদ জানাই। ইতোমধ্যে বেশ কয়েকটা দল এতে অংশ নিয়েছে। আশা করি, বিএনপিও নেবে।’

তিনি বলেন, ‘আশা করি-এবার দলটির নেতাদের শুভবুদ্ধির উদয় হবে। নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে এগিয়ে আসবে। তবে কেউ সংলাপে না এলে ইসি গঠন আটকে থাকবে না।’

রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রসঙ্গে কাদের বলেন, এর আগে ইসি গঠনে যে কাঠামো অনুসরণ করা হয়, এবারও তা-ই হচ্ছে। গতবারও বিএনপির তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমে অবান্তর বক্তব্য দিয়ে গ্রহণযোগ্য ইসি গঠন করা যাবে না। এক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে অংশ নিলেই বুঝবো- বিএনপি উপযুক্ত নির্বাচন কমিশন চায়, নাকি বিতর্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত