দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত বাড়ছে

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৭  | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৭

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২ জনে। বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল যা ছিল ৩৯৭ জনে। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

এদিকে, বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। বুধবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২৮১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ৩১৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৭৭০ জন এবং মৃত্যু ১ হাজার ৭৯৯ জনের। রাশিয়ায় মৃত্যু ৯৩৫ জন এবং আক্রান্ত ২১ হাজার ৯২২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন এবং মৃত্যু ১৮ জন। জার্মানিতে আক্রান্ত ৩০ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু ৪৪৮ জন। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৪৩০ জন এবং মৃত্যু ১৪৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৪ জন, ইতালিতে ১৭৫ জন, ইরানে ৪০ জন, ভিয়েতনামে ২১৪ জন, মেক্সিকোতে ৪২ জন এবং পোল্যান্ডে ৫৪৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত