শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট গ্রহণের তারিখ জানা গেল
ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে দেশব্যাপী সংঘাত-সহিংসতা চলছে। অগ্নিসংযোগ-বাড়িঘর ভাঙচুরের ঘটনায়ও ঘটছে নির্বাচনী এলাকায়। এদিকে শেষ ধাপে দেশের ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ১২ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ভোট হবে ৭ ফেব্রুয়ারি।
প্রথম দিকে ইউপি ভোট নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা ছাড়া অন্যখানে তেমন আলোচনা না থাকলেও সবশেষ দুই ধাপের ভোটে সহিংসতা বাড়লে প্রাণহানির অনেক ঘটনা ঘটে। এরপর সরগরম হয়ে ওঠে নিবার্চনী আলোচনা। নূরুল হুদার কমিশন মধ্য ফেব্রুয়ারিতে নিজেদের মেয়াদ শেষের আগে এইটাই শেষ নির্বাচন।
চলতি বছরের মার্চে ইউপি ভোটের তফসিল দিয়ে ১১ এপ্রিল থেকে নির্বাচন শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আটকে যায়। পরে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ১০০৪টির নির্বাচন হয় ২৮ নভেম্বর, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৩৬টিতে ভোট হয়। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। ষষ্ঠ ধাপে ভোটের তারিখ ৩১ জানুয়ারি এবং শেষ ধাপে ৭ ফেব্রুয়ারি ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত