সরকারি কলেজের ১৪৯৬ জনকে পদোন্নতি

| আপডেট :  ৩০ ডিসেম্বর ২০২১, ১২:১৬  | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২১, ১২:১৬

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের এক হাজার ৪৯৬ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে এক হাজার ৪৭৯ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। আর অপর একটি প্রজ্ঞাপনে ডেপুটেশন বা ছুটিতে থাকা ১৭ জন প্রভাষককে দেওয়া হয় পদোন্নতি। তাদের ছুটি শেষে কাজে যোগদান করার পর পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হবে।

তাদেরকে পদোন্নতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এই যোগদান প্রক্রিয়া সরাসরি বা অনলাইনে সম্পন্ন করা হবে। তাদের বেতন স্কেল শুরু হবে ৩৫ হাজার ৫০০ টাকা দিয়ে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত