বাংলাদেশ-ভারত সেমিফাইনাল আজ
নেপাল ও কুয়েতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই তো কিছুদিন আগেই ভারত অনূর্ধ্ব-১৯ এর দুটি দলকে হারিয়ে কলকাতায় অনুষ্ঠিত ত্রিদলীয় টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বর্তমান পারফরম্যান্সের বিচারে যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভারতের বিপক্ষে ফেভারিটই বলা যায় বাংলাদেশকে। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।
৮ দলের এই টুর্নামেন্টে শুরুটা হয় গ্রুপ পর্ব দিয়ে। ভারত গ্রুপ ‘এ’ রানার্সআপ হলেও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েই নাম লেখায় বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে (১২৭*) নেপালকে ১৫৪ রানে হারায় যুবা টাইগাররা। দ্বিতীয় ম্যাচে মাহফিজুলের সেঞ্চুরিতে (১১২) পাত্তাই পায়নি কুয়েত, হারে ২২২ রানে। তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মাঠে গড়ালেও আম্পায়ারের করোনা পজিটিভ ধরা পড়ায় মাঝপথেই পরিত্যক্ত হয় খেলা। এদিকে, দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘আমরা আশাবাদী, নিজেদের সেরাটা দিতে পারলে ভালো করব। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতেছি। এ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলব।’ তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা গত সিরিজ জিতেছি। এবারও ভালো খেলব। আমরা গত ম্যাচগুলোও শারজায় খেলেছি, এটাও আমাদের জন্য সুবিধা। আমরা সবদিক দিয়ে এগিয়ে থাকব।’
বাংলাদেশ যুব দলের ব্যাটার আইচ মোল্লা বলেন, ‘এশিয়া কাপে পরপর দুই ম্যাচেই আমরা ভালো ব্যবধানে জিতেছি। ভারত খুবই ভালো দল। তাদের বিপক্ষে একটা সিরিজে খেলেছিলাম। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত