দেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ রোগী শনাক্ত

| আপডেট :  ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:২১  | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০৯ জন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০৯ জন।

এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন আক্রান্ত হয়ে সুস্থ হলেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত