শ্রমিকনেতা জুম্মানের মাতার মৃত্যুতে গভীর শোক
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও সদর উপজেলা রংপালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদারের মাতা আকলিমা খাতুন শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তাঁর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর শাখার আহবায়ক শরিফুল ইসলাম, বোর্ড ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল আহমেদ বাদল, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, টাইলস্ মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত