লক্ষ্মীপুরের কমলনগরে লাইফ লাইন হসপিটালের শুভ উদ্বোধন
মানিক হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে লাইফ লাইন হসপিটাল (প্রা:) লিমিটেড এর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।
আধুনিক এই হসপিটালে থাকছে মেডিসিন, সার্জারী, শিশুরোগ, গাইনী ও প্রসূতি, হৃদরোগ, নাক,কান, গলা, অর্থোপেডিক ছাড়াও থাকছে জরুরী সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, আধুনিক অপারেশন থিয়েটারসহ সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
১লা জানুয়ারী (শনিবার) দুপুরে উপজেলা করইতলা বাজারের দক্ষিণ মাথায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের এর সভাপতিত্বে হসপিটালের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন-হসপিটালের চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, হসপিটালের এমডি মিজানুর রহমান, ডাঃ আকিল আল ইসলাম, ডিএমডি মিরাজ হোসেন শান্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, প্রেসক্লাব সভাপতি ডাঃ আনোয়ার, রিপোটার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লবসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
হসপিটালের এমডি মিজানুর রহমান জানিয়েছেন, লাইফ লাইন হসপিটাল (প্রা:) লিমিটেড মানসম্মত চিকিৎসায় অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করছি। এ যাত্রায় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি। এখানে মধ্যবিত্ত গরীব রোগীদের যথাসাধ্য, কম টাকায় চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত