পটুয়াখালীতে ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার

| আপডেট :  ০২ জানুয়ারি ২০২২, ১১:৪৫  | প্রকাশিত :  ০২ জানুয়ারি ২০২২, ১১:৪৫

মোঃইমরান হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে ধানক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। তবে এ কঙ্কালটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে তিনটার দিকে স্থানীয়রা ওই এলাকার ধানক্ষেতে কঙ্কালটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে কঙ্কালটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারনা, প্রায় তিনমাস আগে ওই এলাকার মালেক (৬০) নামের এক ব্যক্তি নিখোজ হয়। এ বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়েছিলো। এটি ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে।

পটুয়খালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ কঙ্কাল আসলে কোন ব্যক্তির সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। তবে কঙ্কালটি ডিএনএ টেষ্টে পাঠানোর প্রস্ততি চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত