বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদও হারালেন তৈমূর

| আপডেট :  ০৩ জানুয়ারি ২০২২, ০৭:৪৬  | প্রকাশিত :  ০৩ জানুয়ারি ২০২২, ০৭:৪৫

জেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতির পর এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকেও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, নির্দেশিত হয়ে জানাচ্ছি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যপদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে তৈমূর আলমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কি না এ বিষয়ে রিজভী বলেন, না বহিষ্কার করা হয়নি। তার পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নির্বাচনে বিএনপি আগেই জানিয়ে দিয়েছিল এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অনেক নির্বাচনের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা। এর পরও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন তৈমূর, সাখাওয়াতসহ বিএনপির পাঁচ নেতা। পরে তৈমূর ছাড়া বিএনপি নেতাদের সবাই মনোনয়ন প্রত্যাহার করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত