ঢাকায় গায়েহলুদের অনুষ্ঠানে বলিউডের বাদশাহ

| আপডেট :  ০৩ জানুয়ারি ২০২২, ০৮:০১  | প্রকাশিত :  ০৩ জানুয়ারি ২০২২, ০৮:০১

অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। ঢাকায় এক গায়েহলুদের অনুষ্ঠানে বলিউড থেকে উড়িয়ে আনা হলো এই মুহূর্তে দেশটির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক বাদশাহকে। ‘লাল গেন্দা ফুল’ খ্যাত বাদশাহ রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের গায়েহলুদ ও মেহেদি রাত্রি অংশে নেচে-গেয়ে মাত করেন তিনি

জানা গেছে, পাত্র মাহিন ও পাত্রী লুবানা পরিণয়ে আবদ্ধ হতে যাচ্ছেন। আর তাঁদেরই বিয়ের জন্য বর্ণাঢ্য আয়োজন করা হয়। যেখানে বলিউডের র‍্যাপার বাদশাহকে ছাড়াও আনা হয় প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিলকে। পুরো আয়োজনটি করা হয়েছিল রাজধানীর নতুন বাজার এলাকার অদূরে মাদানী এভিনিউয়ে।

আদিত্য প্রতীক সিং সিসোডিয়ার মঞ্চ নাম বাদশাহ, এই নামেই সবচেয়ে বেশি পরিচিত। ভারতীয় র‍্যাপ-সংগীত সুরকার র‍্যাপার ও গায়ক, তাঁর হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য পরিচিত। তিনি ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর ব্যান্ড মাফিয়া মান্দীর-এ সংগীত কর্মজীবন শুরু করেন। তিনি ২০১২ সালে হানি থেকে আলাদা হন এবং তাঁর স্বতন্ত্র হরিয়ানি গান কার গায়ি চুল মুক্তি দেন, যা পরে ২০১৬ সালে বলিউডের কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে গৃহীত হয়।

সংগীত মূলত বলিউড সাউন্ডট্র‍্যাকের বৈশিষ্ট্যযুক্ত, কয়েকটি চলচ্চিত্র হচ্ছে, ২০১৪ সালের চলচ্চিত্র হাম্পটি শর্মা কি দুলহানিয়া, খুবসুরাত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত