দেশে নতুন করে ২৩ জন ওমিক্রনে আক্রান্ত

| আপডেট :  ১৭ জানুয়ারি ২০২২, ০৭:৫২  | প্রকাশিত :  ১৭ জানুয়ারি ২০২২, ০৭:৫২

সারাদেশে আরও ২৩ জন করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিএসএআইডি)-তে রোববার রাতে এই তথ্য আপডেট করা হয়েছে। নতুন ২৩ জনকে নিয়ে বাংলাদেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্ত ২৩ জনের মধ্যে পুরুষ ১২ জন, নারী ১১ জন। তারা সবাই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে ৪ জন উত্তরার, ২ জন বাসাবোর, ৪ জন চাঁনখারপুলের ও ১৩ জন মহাখালীর বাসিন্দা।

এর আগে বুধবার পর্যন্ত মোট ৩৩ জনের ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছিল জিআইএসএআইডি; যাদের ৩০ জনই ছিলেন ঢাকার। বুধবার প্রথমবারের মতো ঢাকার বাইরে তিনজনের ওমিক্রন রোগী শনাক্তের খবর আসে। ওইদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নমুনা সংগ্রহের পর তাদের জেনোম সিকোয়েন্স করে ওমিক্রনে আক্রান্তের কথা জানায।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত