বিপিএল অষ্টম আসরের দলগুলোর অধিনায়ক ও কোচ যারা

| আপডেট :  ২০ জানুয়ারি ২০২২, ০৯:২৮  | প্রকাশিত :  ২০ জানুয়ারি ২০২২, ০৯:২৮

আগামীকাল (২১ জানুয়ারি) পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। ঘরোয়া ক্রিকেটের সবথেকে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের এবারের সংস্করণে অংশ নিচ্ছে ছয়টি দল। ২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চার-ছয়ের এ খেলা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিনটি বিভাগীয় অঞ্চলে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের অষ্টম আসর। এবারের বিপিএলের আসরের টাইটেল স্পন্সর করেছে বিবিএস ক্যাবলস। পাওয়ার্ড বাই ওয়ালটন।

উদ্বোধনী ম্যাচে ২১ জানুয়ারি দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল পৌণে ৫টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন খেলা শুরু হবে সাড়ে ১২টায় ও বিকেল পৌণে ৪টায়। শুধু শুক্রবারের ম্যাচ হবে দুপুর দেড়টায় ও বিকেল পৌণে ৫টায়।

প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও তৃতীয় কোয়ালিফায়ারের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডের ব্যবস্থাও। ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে।

টুর্নামেন্ট শুরুর আগেই ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াড সাজিয়েছে নিয়েছে। আসুন দেখে নেবো অষ্টম আসরে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ও কোচের পরিচিতি।

মিনিষ্টার ঢাকা
অধিনায়ক: মাহমুদউল্লাহ রিয়াদ
প্রধান কোচ: মিজানুর রহমান বাবুল

কুমিল্লা ভিক্টেরিয়ান্স
অধিনায়ক: ইমরুল কায়েস
প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দীন
পরামর্শক: স্টিভ রোডস।

ফরচুন বরিশাল
অধিনায়ক: সাকিব আল হাসান
প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন
পরামর্শক: নাজমুল আবেদিন ফাহিম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
অধিনায়ক: মেহেদী হাসান মিরাজ
প্রধান কোচ: পল নিক্সন
বোলিং কোচ: শন টেইট

খুলনা টাইগার্স
অধিনায়ক: মুশফিকুর রহিম
প্রধান কোচ: ল্যান্স ক্লুজনার

সিলেট সানরাইজার্স
অধিনায়ক: মোসাদ্দেক হোসেন সৈকত
প্রধান কোচ: মারভিন ডিলন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত