কখন শুরু বিপিএল, দেখাবে কোন চ্যানেল
সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার দুপুর দেড়টায় শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে ফরচুন বরিশালের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
বিপিএলের প্রথম পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সাড়ে ৬টায়। সপ্তাহের অন্য দিনগুলোয় প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়, পরেরটি বিকাল সাড়ে ৫টায়।
প্লে-অফ ও ফাইনাল টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৬ ফেব্রুয়ারি। ফাইনাল ১৮ ফেব্রুয়ারি।
বিপিএলের ম্যাচগুলো দেশের দুটি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত