বরিশালের বোলিং তোপে শেষ চট্টগ্রামের ইনিংস
পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরিশাল ও চট্টগ্রাম।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণি আর আলজারি জোসেফের পেস মোকাবিলা করতে ব্যাট হাতে লড়াইয়ে ব্যস্ত মিরাজের দল।
ছক্কা দিয়ে বিপিএলের প্রথম বলটি শুরু করলেও তৃতীয় বলেই ধাক্কা খেল চট্টগ্রাম।
নাঈম হাসানের প্রথম ডেলিভারিতে ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলে বাউন্ডারিতে নাজমুল হাসান শান্তর ক্যাচে পরিণত হন কেনার লুইস।
৬ রানে এক উইকেট খুইয়ে ফেলে চট্টগ্রাম। এরপর তৃতীয় ওভারেই আফিফ হোসেনকে কিপারের গ্লোভসবন্দি করেন জোসেফ।
আফিফ ফেরেন ৬ বলে মাত্র ৬ রানে। অফিফের আউটের পর ব্যাট হাতে নেমেই দুটো বাউন্ডারি হাঁকান জাতীয় দলের এক সময়ের হার্ডহিটার তারকা সাব্বির রহমান।
কিন্তু ওই ৮ রানেই শেষ হয়ে তার ইনিংস। ৫ম ওভারে সাকিবের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
একপ্রান্ত ধরে রেখে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন ওপেনার উইল জ্যাক। তবে ইনিংস বড় করতে পারেননি। লিনটটের স্পিনে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ১৬ রান।
এ রিপোর্ট লেখার সময় ১১.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।
শামীম হোসেনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে তিনিও টিকলেন না। ২০ বল খেলে ৯ রান করে আউট হয়ে গেলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত