আসা-যাওয়ার মিছিলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

| আপডেট :  ২১ জানুয়ারি ২০২২, ০২:৩৬  | প্রকাশিত :  ২১ জানুয়ারি ২০২২, ০২:৩৬

বাধ্যবাধকতা মধ্যদিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচ। যেখানে টস হেরে ব্যাটিং করছে মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার (২১ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। গাজী টিভি, টি-স্পোর্টস এবং অনলাইন প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলে দেখা যাবে পুরো আসরটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৮ রান। ক্রিজে আছেন শামীম হোসাইন ১০ রানে ও নাঈম ইসলাম ০ রানে। নাঈম হাসানের করা প্রথম ওভারের তৃতীয় বলে নাজমুল হোসাইন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কেনার লুইস। তিনি ৩ বল থেকে এক ছয়ের সাহায্যে করেন ৬ রান। দলীয় রান তখন ৬।

চতুর্থ ওভারের প্রথম বলে আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ হোসেন। তিনি করেন ৬ বলে ৬ রান। যেখানে একটি চারের মার রয়েছে। দলীয় রান তখন ২২। দলীয় ৩৩ রানে সাকিব আল হাসানের বলে এলবির শিকার হয়ে ফেরেন সাব্বির রহমান। তিনি ৮ বল খেলে ২টি চারের সাহায্যে করেন ৮ রান। ৮.২ ওভারে দলীয় ৪২ রানে উইল জ্যাকসকে এলবির ফাঁদে ফেলেন লিনটট। তার আগে তিনি ২০ বলে করেন ১৬ রান।

পঞ্চম ব্যাটার হিসেবে ফিরে গেছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি ১২তম ওভারের তৃতীয় বলে নাঈম হাসানের বলে বাউন্ডারী হাঁকাতে লিনটটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম তাদের একাদশে বিদেশি রিক্রুট কেনার লুইস, বেনি হাওয়েল ও উইল জ্যাকসকে সুযোগ দিয়েছে। অন্যদিকে বরিশালের হয়ে সুযোগ পেয়েছেন ডোয়াইন ব্রাভো, আলজারি জোসেফ, জ্যাকব বেনেডিক্ট লিনটট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জ্যাকব বেনেডিক্ট লিনটট, নাঈম হাসান ও সালমান হোসেন ইমন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত