বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি নয়: স্বাস্থ্যমন্ত্রী
বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চলমান কোভিড পরিস্থিতি নিয়ে শুক্রবার (২১ জানুয়ারি) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিয়ে-ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশ নিতে পারবেন না। যারা অংশ নেবেন, তাদের সবার টিকা সনদ থাকতে হবে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সমাবেশের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য।
জাহিদ মালেক বলেন, দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে হাসপাতালগুলোতে ৩৩ শতাংশ শয্যা পূর্ণ হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী বলেন, এরই মধ্যে নানা নির্দেশনা চলে এসেছে। আগামী দুই সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ থাকবে। অর্ধেক লোকবল নিয়ে অফিস-আদালত চলবে। সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সেজন্যই এসব সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য নিয়মগুলো আমাদের মানতে হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত