বিপিএলে মুশফিককে ছাড়িয়ে গেলেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্ট আসর শুরু হয়েছে ২১ জানুয়ারি। এর আগে গত সাত আসর মিলে রান সংগ্রাহকের দিক থেকে সবার উপরে ছিলেন মুশফিকুর রহিম।
চলতি আসরের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৬ রান করায় মোট রান হয় ৮৬ ম্যাচে (৮২ ইনিংস) ২ হাজার ২৮০। গত ম্যাচ পর্যন্ত তামিম ছিলেন ৬ রানে পিছিয়ে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমে মুশফিককে টপকে যান ঢাকার এই ওপেনার। ম্যাচের চতুর্থ ওভারের চতুর্থ বলে মেহেদী হাসানকে ছক্কা হাঁকিয়ে শীর্ষে উঠে যান রান সংগ্রাহকের তালিকায়
দুই নম্বরে থাকা মুশফিকের চেয়ে ১৪ ম্যাচ কম খেলে। আজ চট্টগ্রামের বিপক্ষে ৫২ রান করে তামিমের সংগ্রহ এখন ২ হাজার ১২৬ রান।
মুশফিকের রান এখন ২ হাজার ২৮০। তিন নম্বরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ৮৪ ম্যাচে ১ হাজার ৮৫৯ রান।
চার নম্বরে ১ হাজার ৭৮৪ রান নিয়ে রয়েছেন ইমরুল কায়েস, পাঁচ নম্বরে রয়েছেন ১ হাজার ৬৩৮ রান নিয়ে সাব্বির রহমান।
চলতি আসরে এখন পর্যন্ত সিলেট সানরাইজার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া বাকি ৪ দলের আরও ৮টি করে ম্যাচ বাকি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত