ফাইনালে ভারতকে হারিয়ে সিরিজ বাংলাদেশের
ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের ফাইনালে ভারতকে ৭০ রানে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার লালমাইয়ে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করে লাল-সবুজরা। জবাবে ১৬.৫ বলে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ভারতীয়রা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা।
দলের পক্ষে সর্বাচ্চ ৩১ রান করেন মহেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে আভায় সিংয়ের ব্যাট থেকে। বাকি আট ব্যাটারের কেউই পার হতে পারেনি দশ রানের কোঠা।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন শামিম, ২ উইকেট আলম। ১ উইকেট করে নেন ইমন, মনির ও মিঠু।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় সর্বোচ্চ ৪৫ করে রানের ইনিংস খেলেন ওপেনার ইমরান ও মনির। সাকিবের ব্যাটে আসে ২৪ রান, রায়হান করেন ১২ রান।
ভারতের পক্ষে ৩ উইকেট নেন অভিজিৎ, ১ উইকেট নেন মহেশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত