শিক্ষামন্ত্রীর উচিত ছিল ডাবল মাস্ক পরে সেখানে যাওয়া: কাজী ফিরোজ
জাতীয় সংসদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবি উঠেছে। রোববারের (২৩ জানুয়ারির) মধ্যে তাকে প্রত্যাহারের দাবি তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) দুই এমপি।
এদিন সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাপার সাংসদ কাজী ফিরোজ রশীদ ও পীর ফজলুর রহমান এই দাবি তোলেন। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ডাবল মাস্ক পরে সিলেট যাওয়ার পরামর্শ দেন কাজী ফিরোজ।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেছেন-তোমরা ঢাকায় আসো, এ নিয়ে আমার সঙ্গে আলোচনা কর। আমরা ছাত্র রাজনীতি করে এখানে এসেছি। তাই বলতে পারি, আন্দোলনের মাঠ ছেড়ে কখনও কোথাও যাওয়া যায় না। মন্ত্রীর উচিত ছিল ডাবল মাস্ক পরে সেখানে যাওয়া।’
কাজী ফিরোজ বলেন, ‘একসময় অসংখ্যবার আমাদের বঙ্গভবনে ডেকেছেন মোনায়েম খান। কিন্তু আমরা সেখানে যাইনি। তাই প্রশ্নটা থেকেই যায়, শিক্ষার্থীরা কেন শিক্ষামন্ত্রীর ডাকে ঢাকায় আসবে। তাও আবার সব দাবি-দাওয়া ফেলে রেখে। শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনটা যৌক্তিক। ছাত্র আন্দোলন সবসময় যৌক্তিকভাবেই হয়।’
শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘অনেক হয়েছে, আর নয়। কোনো তদন্ত রিপোর্ট, কারও সঙ্গে আলোচনা ছাড়াই ভাইস চ্যান্সেলরকে আজকের মধ্যে প্রত্যাহার করেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাসে ফেরান।’
জাপার এই নেতা জানান, শাবিপ্রবির উপাচার্য ও হাউস টিউটরের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ১১ দিন ধরে অনশনে আছেন তারা। ইতোমধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন সরকারের টনক নড়া উচিত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত