মালয়েশিয়ায় দুই মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত ২০০

| আপডেট :  ২৫ মে ২০২১, ১২:০০  | প্রকাশিত :  ২৫ মে ২০২১, ১২:০০

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে দুই মেট্রো ট্রেনের সংঘর্ষে অন্তত ২০০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ মে) দেশটির স্থানীয় সময় রাত পৌনে নটায় একটি মাটির নিচের টানেলে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে স্থানীয় ডিস্ট্রিক্ট পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহর বরাতে বলা হয়, দুটির মধ্যে একটি ট্রেন সম্পূর্ণ খালি ছিল। অপরটি ২১৩ যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে একই লাইনে আসছিল। সংঘর্ষে ৪৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, বাকি ১৬৬ জন ছোটখাটো আঘাত পেয়েছেন। পেট্রোনাস টুইন টাওয়ারের বাইরে কেলসিসি স্টেশন থেকে ৩৩০ ফুট দূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। জয়নাল আরো বলেন, আমরা এখনো তদন্ত চালাচ্ছি। আমরা ধারণা করছি, এখানে সম্ভবত মিসকমিউনিকেশনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত