দেশে ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার

| আপডেট :  ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২৬  | প্রকাশিত :  ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসটিতে ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হলো। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। এতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। তাতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন। সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগের দিন (রোববার) করোনায় ১৪ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হন ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। এদিন তা ৩২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭টি নমুনা। বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।

গত একদিনে কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী। শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ৬ জন। আর ময়মনসিংহে ৩ জন এবং সিলেট ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে একজন করে।

২০২০ সালের ৮ মার্চ দেশে কোনো মানুষের দেহে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা যান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত