আজ নির্বাচন কমিশন আইনের প্রতিবেদন দেবে সংসদীয় কমিটি
আজ বুধবার নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইনের উপর প্রতিবেদন জমা দিবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বহুল আলোচিত এই বিলটি পাসের জন্য পরবর্তী কার্যদিবসে সংসদে উত্থাপন করা হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
সূত্র মতে, দুইদিন বিরতির পর আগামীকাল বুধবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসবে চলতি সংসদের ১৬তম অধিবেশনের (শীতকালীন) পরবর্তী বৈঠক। এই বৈঠকের কার্যতালিকায় ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ এর রিপোর্ট উত্থাপনের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে। সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার ওই প্রতিবেদন উত্থাপন করবেন। সূত্রঃ কালের কণ্ঠ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত