নৌকা বিজয়ী করতে যুবলীগের মতবিনিময় সভা
ময়মনসিংহ প্রতিনিধি: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সপ্তম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ১১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ঈশ্বরগঞ্জের ৯ নং উচাখিলা ইউনিয়ন পরিষদের দলীয় প্রতিক নৌকার মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শফিককে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী রাতে উচাখিলা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামের সঞালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, যুগ্ম আহবায়ক আবু রায়হান, আসাদুজ্জামান রানা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন মায়া, আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ইমন সরকার, ইউনিয়ন সভাপতি আশরাফুল কামালসহ ইউনিয়ন যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
এসময় আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মোঃ শফিকুল ইসলাম শফিক সকলের সাথে মতবিনিময় করেন এবং নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেন।
পরে একটি বিশাল মিছিল নিয়ে উচাখিলা বাজার প্রদক্ষিন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত