যেভাবে দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ

| আপডেট :  ২৭ জানুয়ারি ২০২২, ১১:৩৩  | প্রকাশিত :  ২৭ জানুয়ারি ২০২২, ১১:৩৩

ক্লাব ফুটবলের ব্যস্ততা পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে কাতার বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। প্রথম দিনেই মাঠে নামবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এবারের পর্বে তারা দুইটি করে ম্যাচ খেলবে। যেভানে দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর ও প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ইকুয়েডরের মুখোমুখি সেলেসাওরা। আর শুক্রবার (২৮ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় চিলির প্রতিপক্ষ আলবিসেলেস্তেরা। একই দিন উরুগুয়েকে আতিথ্য দেবে প্যারাগুয়ে।

ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের দলের সেরা তারকা নেইমার ও মেসিকে ছাড়াই মাঠে নামবে। ব্রাজিল আতিথেয়তা নেবে ইকুয়েডরের মাঠে। আর আর্জেন্টিনা আতিথেয়তা নেবে চিলির মাঠে।

নতুন বছরে প্রথমবার ব্রাজিল-আর্জেন্টিনা নিজেদের ম্যাচে মাঠে নামলেও উপমহাদেশের ফুটবল ভক্তদের তা টিভিতে দেখার সুযোগ নেই। গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকা ভারতের টিভি চ্যানেল সনি স্পোর্টস লাইভ দেখালেও বিশ্বকাপ বাছাইয়ের ল্যাতিন আমেরিকার কোন ম্যাচ দেখাচ্ছে না।

ভারতের অন্য কোন চ্যানেলও বিশ্বকাপ বাছাইপর্বের ল্যাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচ দেখানোর রাইট কিনেনি। তাই জনপ্রিয় এই দু’দলের ম্যাচগুলো দেখতে হলে সমর্থকদের নির্ভর করতে হবে অনলাইন লিংকের উপর।

যুক্তরাজ্যভিত্তিক খেলাধুলা সরাসরি সম্প্রচার করা প্লাটফর্ম হেসগোল (Hesgoal) ভিপিএন ব্যবহার করে সরাসরি উপভোগ করা যাবে। গুগলে খেলাধুলা সরাসরি সম্প্রচার করা টোটালস্পোর্টেকে (Totalsportek) বিভিন্ন লিংকের মাধ্যমেও দেখার সুযোগ পাবে ফুটবল সমর্থকরা। কাতারভিত্তির খেলাধুলার চ্যানেল বিন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এছাড়াও দেখা যাবে ইয়াল্লা শ্যুট (yallalive) ও ক্রিকইচডিতে (crichd.com)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত