বৃষ্টি বাধায় বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
ইনিংসের মাঝপথে ঘন কালো মেঘে ঢাকা পড়েছিল আকাশ। শেষ দিকে এসে নামলো বৃষ্টি। বন্ধ হয়ে গেল খেলা। ৪১.১ ওভারে বৃষ্টি নামার সময় বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১৯৬। ১০৬ বলে মুশফিকুর রহিমের রান ৮৫। ১২ বলে ২ রানে খেলছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তবে ৩০ মিনিট পর পুনরায় খেলা শুরু হয়। ৪৩ ওভারে ২১২ রান তুলেছে বাংলাদেশ। কিন্তু ফের বৃষ্টির বাগড়া। তবে এই ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলেও সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।
এর আগে খুব দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ভানিন্দু হাসারাঙ্গার বলে শূন্য রানেই বোল্ড হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে ব্যাটিং না পাওয়া এই অলরাউন্ডার ড্রাইভ করতে চেয়েছিলেন লেগ স্পিনারকে। বলের লাইনে যেতে পারেননি মিরাজ, এলোমেলো হয়ে যায় স্টাম্প।
ক্রিজে গিয়েই দুটি চার মেরে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন আফিফ হোসেন। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ইসুরু উদানাকে উড়িয়ে মেরে পাথুম নিসানকার হাতে ধরা পড়েন আফিফ। মিড অন থেকে পিছন দিকে অনেকটা দৌড়ে চমৎকার ক্যাচ নেন ফিল্ডার। ৯ বলে দুই চারে ১০ রান করে ফিরেন আফিফ।
সাবধানী শুরুর পর শট খেলতে শুরু করেছিলেন মাহমুদউল্লাহ। জমে গিয়েছিল মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটি। বাড়তে শুরু করেছিল রানের গতি। এমন সময়ে কুসল পেরেরার নৈপুণ্যে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহ।
লাকসান সান্দাক্যানের বলে প্যাডল সুইপ করেছিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তিনি কি করতে যাচ্ছেন আগেই বুঝে ফেলেন পেরেরা। দ্রুত পৌঁছে যান জায়গা মতো এবং গ্লাভসে জমান ক্যাচ। ভাঙে ১০৮ বল স্থায়ী ৮৭ রানের জুটি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত