বুস্টার ডোজ দেওয়ার বয়স আরও কমল

| আপডেট :  ৩০ জানুয়ারি ২০২২, ০১:০০  | প্রকাশিত :  ৩০ জানুয়ারি ২০২২, ০১:০০

করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমানো হয়েছে করোনার টিকা নেওয়ার বয়সসীমাও।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ৪০ বছর বয়স হলেই করোনার বুস্টার ডোজ নেওয়া যাবে। এছাড়া ১২ বছর বয়স হলে করোনার টিকাও নেওয়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে করোনার টিকার নিয়মিত কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ দেওয়া শুরু করে সরকার। প্রথমে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাচ্ছে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন।

কিছু দিন পর ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হয়। এবার বয়সের সেই সীমা আরও কমিয়ে নূন্যতম ৪০ করার সিদ্ধান্ত নেয় সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ গ্রহণে বয়সসীমা কমানো হয়েছে। ৫০ বছরের বেশি বয়সের সবাইকে বুস্টার ডোজ দেয়া হচ্ছিল। সেটা কমিয়ে ৪০ করা হলো। আজ থেকেই এর কাজ চলবে।

মন্ত্রী আরও বলেন, ১২ বছর বয়স বয়সী দেশের সব নাগরিককেও টিকা দেয়া হবে। ভাসমান লোকদের দেওয়া হবে জনসনের টিকা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত