প্রকাশিত হলো ইসি নিয়োগ বিলের গেজেট
ইসি নিয়োগ বিল-২০২২ এর গেজেট প্রকাশিত করা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) এই গেজেট প্রকাশ করা হয়। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি। এই কমিশনের অধীনেই হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ জাতীয় সংসদে তোলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়ে নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি ও গণফোরামের ১০ সাংসদ। আর বিলের ওপর সংশোধনী দিয়ে আলোচনায় অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ সাংসদ। তবে সংসদে সংশোধনী প্রস্তাব থেকে বিরত থাকে ওয়ার্কার্স পার্টি ও জাসদ।
ইসি নিয়োগ বিল এর গেজেট প্রকাশের পর এখন আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের এই অনুসন্ধান কমিটি হবে। যোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। তাদের মধ্য থেকে পাঁচ জনকে নিয়ে প্রেসিডেন্ট গঠন করবেন নতুন নির্বাচন কমিশন। অনুসন্ধান কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব করতে হবে। আগে তা ছিল ১০ দিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত