চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট
ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নিরাপত্তা ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে যে দাবি জানিয়েছিল মস্কো সেসব বিষয়েও শি’র সঙ্গে আলাপ হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
শীতকালীন বেইজিং অলিম্পিক আসর বসতে যাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি।
চীনের এই মেগা ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন পুতিন। তখনই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান অচলাবস্থা নিয়ে শি জিন পিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হবে।
মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক অবনতির মধ্যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে পুতিনের। এর আগে, চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিংয়ে প্রতিনিধি পাঠাতে নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত