সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির কম্বল বিতরণ

| আপডেট :  ৩১ জানুয়ারি ২০২২, ০৯:৩৭  | প্রকাশিত :  ৩১ জানুয়ারি ২০২২, ০৯:২০

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে ও দৈনিক কালের চিত্র পত্রিকার সৌজন্যে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শহরের চালতেতলায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।



বিশেষ অতিথি ছিলেন পৌর ৯ ন ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর কুমার বসু। এসময় উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদ লোকাস পান্ডে, ভূমিহীন নেত্রী নূরজাহান সাদিয়া, হাসনা হেনা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ‘শেখ হাসিনার সরকার ভূমিহীন বান্ধব সরকার। ভূমিহীনদের কল্যাণে যা যা করা দরকার বর্তমান প্রধানমন্ত্রী তাই তাই করছেন। শেখ হাসিনার সরকার ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে হাজার হাজার ভূমিহীনকে তিনি জমিসহ ঘর উপহার দিয়েছেন। আগামী ৩ বছরের মধ্যে বালাদেশে কোন ব্যক্তি গৃহহীন থাকবেনা সেই রোড ম্যাপ নিয়ে বর্তমান সরকার দূরন্ত ঘোড়ার মতো এগিয়ে চলেছেন।’

এছাড়া কম্বল বিতরণ কালে সমাজের বিত্তবানদের ভূমিহীনদের পাশে দাঁড়ানোর আহবান জানান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত