সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানাল মেডিক্যাল বোর্ড

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড বলেছে, খালেদা জিয়া ‘ক্লিনিক্যালি স্থিতিশীল’। তবে তিনি সুস্থ নন, রোগমুক্ত নন। এখনো স্বাস্থ্যঝুঁকিতে আছেন তিনি। মাঝে মাঝে মৃদু রক্তক্ষরণ হচ্ছে। হাসপাতালে করোনা সংক্রমিত হওয়ার শঙ্কা থেকে তাঁকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।



আজ মঙ্গলবার হাসপাতালে সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদার বলেন, খালেদা জিয়া বর্তমান স্থিতিশীল থাকায় করোনা সংক্রমিত হওয়ার শঙ্কা থেকে তাঁকে বাসায় রেখে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কোনো কারণে তাঁর পরিস্থিতি আবার জটিল হলে হাসপাতালে এনে চিকিৎসা করানো হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশে সম্ভব এমন সব চিকিৎসায় আমরা দিয়েছি। দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে হবে। তাঁর যে রোগ এর শেষ চিকিৎসা লিভার প্রতিস্থাপন। কিন্তু বিএনপি চেয়ারপারসনের এখনো সে অবস্থা তৈরি হয়নি।’

অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার পরিপাকতন্ত্রের ওপরের দিকে ১১টি এবং ক্ষুদ্রান্তে দুটি রক্তক্ষরণের উৎস বন্ধ করা হয়েছে। স্বাভাবিকভাবে এন্ডোস্কপিতে চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় ক্যাপসুল এন্ডোস্কপি করা হয়েছে। আপাতত তাঁর বড় ধরনের রক্তক্ষরণ হচ্ছে না। তবে আবার রক্তক্ষরণ হবে না এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে না।

তিনি বলেন, খালেদা জিয়ার একটি টিউমার অপারেশন করা হয়েছে। কিন্তু তাঁর জীবন হুমকি নিয়ে এত ব্যস্ত যে ওই অপারেশন-পরবর্তী চিকিৎসা স্থবির হয়ে আছে। লিভার সিরোসিসের চিকিৎসাও করা যায়নি।
এফ এম সিদ্দিকী জানান, এভারকেয়ার হাসপাতালে জানুয়ারি মাসে ৩৮০ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এ জন্য খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তাঁকে বাসায় রেখে চিকিৎসা করানো হবে। কারণ তিনি করোনা সংক্রমিত হলে পরিস্থিতি জটিল হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত