ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত, ৬টি ট্রাকে আগুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের সামনে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রাকের চাপায় এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬টি ট্রাকে আগুন দিয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত হিমেল বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের গেট ভাঙচুর করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা যায়, প্রায় রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে ২০তলা একাডেমিক ভবনের কাজ চলছে। ভবন নির্মাণের মালামাল আনা-নেয়া করতে প্রচুর ট্রাক ক্যাম্পাসে যাতায়াত করছে। তবে এসব ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তেমনই এক বেপরোয়া ট্রাক হিমেলের প্রাণ কেড়ে নেয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত