চট্টগ্রাম পর্ব শেষ, আজ থেকে ঢাকায় বিপিএল

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৮  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৮

চট্টগ্রাম পর্ব শেষে কাল আবারও ঢাকায় ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচ দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা দুই দল খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। আর বিকেল সাড়ে ৫টায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৪ ম্যাচে মাত্র একটি জয়। বাকি তিনটিই হার। চট্টগ্রাম পর্বের দুটি ম্যাচে টানা হার নিয়ে খালি হাতে ঢাকায় ফিরছে সিলেট সানরাইজার্স।

 



মাঠের বিবর্ণ পারফরমেন্সের ছাপ পড়েছে রবি বোপারা, ইনগ্রাম, এনামুল বিজয়দের চেহারায়। ঢাকার টেবিলের সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করতে না চাইলে ঢাকায় ভাগ্য ফেরাতেই হবে সানরাইজার্সকে। তাসকিনের সঙ্গে মন কষাকষির আপাতত সমাধান হলেও নাজমুল অপুর ইনজুরিতে স্বস্তিতে নেই তারা।

এদিকে, সিলেট থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের পাঁচে রয়েছে খুলনা টাইগার্স। প্রতিপক্ষ সিলেট থেকে এক ম্যাচ বেশি খেলেছে মুশফিকের দল। তবে সানরাইজার্সের মতো খুলনারও চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে হার দিয়ে। তাই এলিমিনিটরে স্থান করে নিতে হলে জয়ের বিকল্প নেই টাইগার্সের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকায় ফিরছে টেবিলের শীর্ষস্থান হারিয়ে। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইমরুলের দল। এরমধ্যে মঈন আলী দলে যোগ দেয়ার খবর আত্মবিশ্বাস বাড়িয়েছে কুমিল্লার। করোনা নেগেটিভ হলে খেলতে পারেন চট্টগ্রামের বিপক্ষে।

একই পয়েন্ট নিয়ে রান রেটে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মিনিস্টার গ্রুপ ঢাকা আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কুমিল্লার সমান ৬ পয়েন্ট হলেও, ভিক্টোরিয়ান্স থেকে ৩ ম্যাচ বেশি খেলে ফেলেছে চট্টগ্রাম। বন্দরনগরীর ঘটনাবহুল পর্বে ৪ ম্যাচে ৩টিতেই হার চ্যালেঞ্জার্সের। সঙ্গে মেহেদী হাসান মিরাজ ইস্যু নিয়ে ঢাকায় মুখোমুখি হতে হবে কর্তৃপক্ষের। সব মিলিয়ে জয়ের ধারায় ফেরাটাই চ্যালেঞ্জ উইল জ্যাকস-বেনি হাওয়েলদের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত